Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
National Statistics Day Observed in Narail.
Details

“গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সভাপতি হিসাবে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম সভায় মূল আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া ইসলাম,নড়াইল সদর,নড়াইল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মো. সাইদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা, নড়াইল সদর, নড়াইল।

এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা কৃষি অফিসার  সহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
28/02/2022
Archieve Date
27/02/2023