Title
Data Collection activities of "Rapid Survey : Poverty Assessment (RSPA) 2021" has kicked off.
Details
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন "Rapid Survey: Poverty Assessment (RSPA) ২০২১"প্রকল্প এর কার্যক্রম শুরু হয়েছে। নড়াইল জেলার ৫টি পিএসইউ -তে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। মাঠ পর্যায়ে ১১ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে, যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।
এ জরিপের মাধ্যমে চলমান কোভিড-১৯ কালীন বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি (জাতীয়, শহর,গ্রাম) পরিমাপ,দেশের খানা সমূহের গড় আয়,ব্যয় নিরূপণ এবং মানুষের জীবন-জীবিকা পরিস্হিতি নিরূপণ করা হবে।